
ওশান নিউজ প্রতিবেদক : প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেট থেকে বুলেটপ্রুফ বাসে করে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। বাসটির গায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় আকারের প্রতিকৃতি রয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচনের আগে তার এই প্রত্যাবর্তনকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে তুলে ধরেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ১৭ বছর পর দেশে ফিরেছেন বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল বিএনপির নেতা তারেক রহমান। বিএনপি তার নেতার প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে ইতিহাসের অন্যতম বড় সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
রাজধানীর বিমানবন্দর থেকে অভ্যর্থনাস্থল পর্যন্ত লাখ লাখ সমর্থক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, দলীয় পতাকা উড়িয়ে, প্ল্যাকার্ড, ব্যানার এবং ফুল নিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে স্লোগান দিচ্ছিন। প্রতিবেদনে আরও বলা হয়, তারেক রহমান বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে তাকে সবচেয়ে এগিয়ে থাকা নেতা হিসেবে দেখা হচ্ছে।
১৯৯১ সাল থেকে বাংলাদেশের ক্ষমতা মূলত খালেদা জিয়া ও শেখ হাসিনার মধ্যে পালাবদল হয়েছে। তবে আসন্ন নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ অংশ নিতে না পারায় বিএনপির জয়ের সম্ভাবনা জোরালো।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ৬০ বছর বয়সী তারেক রহমান ২০০৮ সালে রাজনৈতিক নিপীড়নের অভিযোগ তুলে দেশ ছেড়ে লন্ডনে বসবাস শুরু করেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংস্থাটি আরও উল্লেখ করে, গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার ১৫ বছরের কঠোর শাসনের অবসান ঘটে। সেই ঘটনার পর তারেক রহমানের বিরুদ্ধে থাকা সবচেয়ে গুরুতর মামলার রায় বাতিল হয়। ২০০৪ সালে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় তাকে অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, যা তিনি বরাবরই অস্বীকার করে আসছিলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এএফপিকে জানান, ২৫ ডিসেম্বর তারেক রহমান ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছাবেন, যা দলের জন্য হবে দারুণ একটি দিন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, প্রায় ১৭৫ মিলিয়ন জনসংখ্যার মুসলিম-প্রধান বাংলাদেশ বর্তমানে পার করছে এক সংবেদনশীল নির্বাচনী সময়। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই নির্বাচন পরিচালনা করছে। ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এক জরিপে বলা হয়, বিএনপি সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেতে পারে।
রয়টার্স আরও জানায়, তারেক রহমানের প্রত্যাবর্তনের পেছনে রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি ব্যক্তিগত কারণও রয়েছে। তার মা দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ থাকায় পরিবার ও দলের পক্ষ থেকে দেশে ফেরাকে জরুরি মনে করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সহিংসতা ও গণমাধ্যমে হামলার ঘটনায় নির্বাচন ঘিরে উদ্বেগ রয়েছে।
এদিকে ‘১৭ বছর পর স্ত্রী, কন্যা এবং বিড়াল নিয়ে তারেক রহমান ঢাকায় ফিরেছেন’ শিরোনামে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বাংলাদেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার তিনি লন্ডন থেকে ঢাকায় পৌঁছালে তাকে স্বাগত জানাতে রাজধানীর রাজপথে নেমে আসে বিএনপির হাজারো নেতাকর্মী ও সমর্থক। যুক্তরাজ্যে অবস্থান শেষে স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং পোষা বিড়ালসহ দেশে ফেরেন তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়, তার আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা বনানী এয়ারপোর্ট রোড থেকে হেঁটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যান। বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সেখান থেকে তিনি বিশেষভাবে আমদানি করা দুটি বুলেটপ্রুফ গাড়ির একটিতে করে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় নির্ধারিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
গুরুত্বের সঙ্গে তারেক রহমানের প্রত্যাবর্তনের সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ডন। ১৭ বছর পর নির্বাসন শেষে দেশে ফিরেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রার্থী তারেক রহমান’ শিরোনামে প্রতিবেদনে বলা হয়, প্রায় ১৭ বছরের নির্বাসন জীবন শেষে বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলের আশা, তার এই প্রত্যাবর্তন ফেব্রুয়ারি ১২ তারিখে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে নেতাকর্মী ও সমর্থকদের নতুন করে উজ্জীবিত করবে। বিএনপির দৃষ্টিতে, আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী পদে তিনি শীর্ষ সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, বিমানবন্দর থেকে বেরিয়ে হালকা ধূসর রঙের সূক্ষ্ম চেক ডিজাইনের ব্লেজার ও সাদা শার্ট পরিহিত তারেক রহমান জুতা খুলে খালি পায়ে বাংলাদেশের মাটিতে পা রাখেন।
এরপর তিনি এক মুঠো মাটি হাতে তুলে নেন, যা তার স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীকী মুহূর্ত হিসেবে উপস্থিত
সবার দৃষ্টি কেড়ে নেয়। তার এই আবেগঘন প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক
আলোচনা ও আগ্রহের সৃষ্টি করেছে।